মাধ্যমিক পাশে উত্তর-পূর্ব ভারতীয় রেলে চাকরির সুযোগ, শুন্য পদ 3093

সম্প্রতি রেলওয়ে রিক্রুটমেন্ট সেল (RRC) র তরফ থেকে কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইচ্ছুক চাকরি প্রার্থী যারা ভারতীয় রেলে অ্যাপরেন্টিস হিসেবে চাকরি করতে চাইছেন, তাদেরকে 11/01/2023 এর আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নূন্যতম যোগ্যতায় পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা থেকে এই পদের জন্য আবেদন করা যাবে।

ভ্যাকেন্সি ডিটেলস – 11/12/2023 তারিখে www.rrcnr.org অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এ রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, অ্যাপরেন্টিস পদে মোট 3093 জন যোগ্য চাকরিপ্রার্থীকে নিয়োগ করা হবে।

আবেদন করার যোগ্যতা – যারা 50 শতাংশ নম্বরের সঙ্গে মাধ্যমিক পাস করেছে সাথে সাথে রিলেভেন্ট ক্যাটাগরিতে ITI পাশ করেছে তারা এই পদে আবেদন করার যোগ। তবে এই মাধ্যমিক পাশ অবশ্যই ভারত সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে হওয়া আবশ্যক।

বয়সের পরিমাণ – 11/01/2024 তারিখ অনুসারে আবেদনকারীর বয়স অন্যতম ১৫ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছর হতে হবে।

সিলেকশন প্রসেস – এখানে কোন প্রকার লিখিত পরীক্ষা হবে না। নম্বরের উপর ভিত্তি করে ফাইনাল মেরিট লিস্ট প্রস্তুত করা হয়।

আবেদন পদ্ধতি – স্টেপ 1 – চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই কারণে প্রথমে আবেদনকারীকে ভারতীয় রেলের ওয়েবসাইট ‘www.rrcnr.org’ এ প্রবেশ করতে হবে। স্টেপ 2: অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার পর ‘Engagement of Act Apprentice Online Application’ লিংকে ক্লিক করতে হবে। স্টেপ 3: নতুন উইন্ডোতে প্রবেশ করার পর রেজিস্ট্রেশন করতে হবে। স্টেপ 4: তারপর পুনরায় লগইন করে আবেদনপত্র ওপেন করুন। স্টেপ 5: প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করে, অ্যাপ্লিকেশন ফী জমা করুন এবং সাবমিট বাটনে ক্লিক করুন।

অ্যাপ্লিকেশন ফি – জেনারেল ক্যাটাগরির চাকরিপ্রার্থীদের অ্যাপ্লিকেশন ফী বাবদ ১০০ টাকা করে জমা করতো হবে। তবে অন্যান্য কোন ক্যাটাগরির চাকরি প্রার্থীদের কোন ধরনের আবেদন ফী জমা করতে হয় না।

Official Notice – Click Here

Official Website – Click Here

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button