ভারতীয় রেলে লোকো পাইলট নিয়োগ, শুন্যপদ 5696

RRB ALP Recruitment 2024: চাকরি প্রার্থীদের জন্য বিশেষ সুখবর। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সহকারী লোকো পাইলট (ALP) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন কবে থেকে করা যাবে? কী ভাবে আবেদন করতে হবে? বেতনই বা কত? এই পদে কত গুলি শূন্যপদ রয়েছে? সব কিছুই বিস্তারিত ভাবে জানতে আমাদের এই আর্টিকেলটি অনুসরণ করুন। 

আবেদন শুরুর তারিখ: সহকারী লোকো পাইলট পদে আবেদন শুরু হয়েছে 20.01.2024‌ থেকে।

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ:

আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের 19.02.2024 (23.59 ঘন্টা) এর আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

যে পদে নিয়োগ করা হবে – সহকারী লোকো পাইলট (ALP)

প্রাথমিক বেতন (টাকা) – যে সমস্ত প্রার্থী সদ্য চাকরি পাবে তারা শুরুতেই 19,900 টাকা করে বেতন পাবে। 

বয়সসীমা – 01.07.2024 তারিখ অনুযায়ী, আবেদনকারীর বয়স 18 – 30 বছরের মধ্যে হতে হবে। 

মোট শূন্যপদ (সমস্ত RRB) – 5696 জনকে নিয়োগ করা হবে। 

পোস্টিং – সাধারণত, একজন রেলকর্মীকে রেলওয়ে বা রেলওয়েতে পরিষেবা জুড়ে নিয়োগ করা হবে।

সিলেকশন প্রসেস – সব মিলিয়ে পাঁচটি ধাপে চাকরি প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হয়। প্রথম ধাপে – CBT 1, দ্বিতীয় ধাপে – CBT 2, তৃতীয় ধাপে – কম্পিউটার বেস্ট অ্যাপটিটিউড টেস্ট, চতুর্থ ধাপে – ডকুমেন্ট ভেরিফিকেশন, পঞ্চম এবং অন্তিম ধাপে – মেডিক্যাল এক্সামিনেশন। 

আবেদন পদ্ধতি – চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য আপনাকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটের প্রবেশ করে, রেজিস্ট্রেশন করতে হবে। তারপর লগ ইন ডিটেলস দিয়ে পুনরায় লগইন করুন। এপ্লিকেশন ফর্ম ওপেন করুন। প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র গ্রহণ করুন। সবশেষে অ্যাপ্লিকেশন ফি জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে আবেদন পত্র জমা করুন।

অ্যাপ্লিকেশন ফি – বিভিন্ন ক্যাটাগরির জন্য আবেদন ফি স্ট্রাকচার সম্পূর্ণ আলাদা আলাদা। সমস্ত ক্যাটাগরি চাকরিপ্রার্থীদের ৫০০ টাকা করে আবেদন করতে হয়। তবে সিডিউল কাস্ট, আদিবাসী, এক্স সার্ভিস ম্যান, মহিলা এবং ট্রান্স জেন্ডার, OBC, EWS ক্যাটাগরির চাকরিপ্রার্থীদের অ্যাপ্লিকেশন ফি বাবদ ২৫০ টাকা করে জমা করতে হয়।

আবেদনপত্র সাবমিট করার আগে অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশন চেক করে জেনে বুঝে তারপর আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। আমরা এই নিবন্ধের নিচে সরাসরি এপ্লাই লিংক প্রদান করলাম। সেই লিংক ক্লিক করে সরাসরি আবেদন করুন। 

Official Notification: Click Here
Official Website: Apply Now

Related Articles

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button