কেন্দ্রীয় সরকারী দপ্তরে Group-C পদে কর্মী নিয়োগ, কারা আবেদন করতে পারবে?

কেন্দ্রীয় সরকারী দপ্তরে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ,আবেদন পদ্ধতি জেনে নিন

ভারত সরকারের মিনিস্ট্রি অফ কালচারের অ্যান্থ্রোপলজিকাল সার্ভে অফ ইন্ডিয়াতে লাইব্রেরী অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে।গ্রুপ সি পদে কর্মী নিয়োগ হতে চলেছে,আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা,নিয়োগ পদ্ধতি ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

নোটিশ নং – 2-158/2015/Estt

যে পদে নিয়োগ করা হবে – লাইব্রেরী এন্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট/library and information assistant

শূন্যপদ – এখানে সব মিলিয়ে মোট ১২ টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – আবেদন করার জন্য প্রার্থীদের নুন্নতম স্নাতক পাশ হতে হবে ও কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ডিগ্রীটি অবশ্যই ভারত সরকার স্বীকৃত যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে হওয়া আবশ্যক।

বয়স সীমা – ৫৬ বছরের মধ্যে যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবেন।

বেতন – মাসে ৯৩০০ টাকা থেকে ৩৪০০০ টাকা মধ্যে বেতন হবে।

নিয়োগ পদ্ধতি – কম্পিউটার টেস্ট দ্বারা নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি – এখানে অফলাইনে আবেদন করতে হবে,নোটিশে মধ্যে আবেদন ফর্ম রয়েছে সেটি ফিলাপ করে ও যাবতীয় ডকুমেন্ট সংযুক্ত করে সেটি নিচে দেয়া ঠিকানাতে পাঠিয়ে দিতে হবে।

আবেদনের সময় সীমা – ৩০ ডিসেম্বর ২০২৩.

আবেদন পাঠানো ঠিকানা – The director of Anthropological survey of India,Govt Of India, Ministry of culture,E.N.- Sector V,saltlake city, Kolkata 700091

Official Notice – Click Here

Official Website – Click Here

Join Our Telegram group – Click Here

Join Our Whatsapp Group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button