নির্বাচন কমিশনের অফিসে কনসালট্যান্ট পদে চাকরির সুযোগ, কারা আবেদন করতে পারবে?

চাকরিপ্রার্থীদের জন্য বিশেষ সুখবর। সম্প্রতি BECIL এর তত্ত্বাবধানে ইলেকশন তথা নির্বাচন কমিশনার অফিসের তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইচ্ছুক চাকরি প্রার্থী যারা এই পদে চাকরি করতে চাইছেন, তারা অনায়াসেই অনলাইনের মাধ্যমে কনসালট্যান্ট পদের জন্য আবেদন জানাতে পারবেন। নিচে এই রিক্রুটমেন্ট সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। 

ভ্যাকেন্সি ডিটেলস

অফিশিয়াল নোটিফিকেশনে অনুসারে, মোট দুই ধরনের পদের জন্য প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে। ইচ্ছুক চাকরি প্রার্থীরা জুনিয়ার কনসালট্যান্ট এবং ডেটা অ্যানালিস্ট/কনসালট্যান্ট পদের জন্য অনলাইন পদ্ধতিতে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। 

আবেদন করার যোগ্যতা 

২১ থেকে ৩৫ বছর বয়সে চাকরিপ্রার্থী যাদের, ভারত সরকার স্বীকৃতি ইউনিভার্সিটি থেকে স্নাতক কিংবা স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করা রয়েছে, তারা উপরে উল্লেখিত পদগুলোর জন্য আবেদন করতে পারবে।

মাসিক বেতনের পরিমান

দুটি পদের ক্ষেত্রে মাসিক বেতনের পরিমাণ আলাদা আলাদা। জুনিয়ার কনসালট্যান্ট পদে যারা চাকরি পাবে, তারা মাসিক 44,000 টাকা এবং যারা ডেটা অ্যানালিস্ট/কনসালট্যান্ট পদে চাকরি করবে তারা মাসিক ৫৯ হাজার টাকা করে পারিশ্রমিক পাবে।

আবেদন পদ্ধতি

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অনলাইন পদ্ধতিতে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নিচে আবেদন পদ্ধতি বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

স্টেপ 1: আবেদন করার জন্য প্রার্থীদের প্রথমে becil এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের ডাইরেক্ট লিংক নিচে দিয়ে দেওয়া হল। স্টেপ 2: হোমপেজে প্রবেশ করার পর Advertisement NO. 376 এ ক্লিক করতে হবে। স্টেপ 3: আবেদনপত্র ওপেন হলে, প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে আবেদন পত্রটিকে পূরণ করুন। স্টেপ 4: এরপর পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করুন। স্টেপ 5: ফাইনালি সাবমিট করার আগে, দেওয়া ডকুমেন্টস গুলি সঠিক কিনা যাচাই করে নিন। এবং সবশেষে সাবমিট faবাটনে ক্লিক করুন।

গুরুত্বপূর্ণ তারিখ

কনসালট্যান্ট পদের আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই পদ গুলোর জন্য আবেদন করার শেষ তারিখ 06/10/2023.

পরীক্ষার প্র্যাকটিস সেট, মক টেস্ট পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ গ্রুপ এবং Telegram Channel এ যুক্ত হন।

Official Website – Click Here

Official Notification – Click Here

Apply Online

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button