কেন্দ্রীয় সংস্থার VMO পদে কর্মী নিয়োগ, কারা আবেদন করতে পারবে?

সম্প্রতি ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের তত্ত্বাবধানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। নোটিফিকেশন অনুসারে, সংস্থাটি খুব শীঘ্রই ভিজিটিং মেডিকেল অফিসার শূন্য পদে বেশকিছু যোগ্য প্রার্থীদের নিয়োগ করবে। ইচ্ছুক চাকরিপ্রার্থী যারা, এই কেন্দ্রীয় সংস্থায় কাজ করতে চাইছেন তাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন পদ্ধতিতে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সুতরাং আর কথা না বাড়িয়ে চলুন এই রিক্রুটমেন্ট সম্পর্কে বিস্তারিতভাবে যেন নেওয়া যাক।

ভ্যাকান্সি ডিটেলস

সংস্থাটি খুব শীঘ্রই ভিজিটিং মেডিকেল অফিসার (VMO) পদে সব মিলিয়ে ২ জন যোগ্য প্রার্থীকে নিয়োগ করবে। যেখানে 1 জন আয়ুর্বেদ এবং ১ জন হোমিওপ্যাথি ডিপার্টমেন্টে থাকবে। 

আবেদন করার যোগ্যতা

১৮ থেকে ৬৫ বছর বয়সে যে কোন প্রার্থী যাদের B.H.M.S বা B.A.M.S শিক্ষাগত ডিগ্রী রয়েছে তারা এই পদে আবেদন করার যোগ্য.

নিয়োগ পদ্ধতি

প্রার্থীদেরকে কেবলমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে যাচাই ও বাছাই করা হবে.

মাসিক বেতনের পরিমাণ

অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে প্রতি ভিজিটে 1 হাজার টাকা করে দেওয়া হবে. এবং মাসের শেষে একটি নির্দিষ্ট পরিমাণ বেতন পাবে। তবে এ ব্যাপারে অফিসিয়াল ভাবে এখনো পর্যন্ত নির্দিষ্ট ভাবে কিছু জানানো হয়নি।

আবেদন পদ্ধতি

স্টেপ 1: প্রার্থীদেরকে অফিসার ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইন পদ্ধতিতে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই নিবন্ধের নিচে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দিয়ে দেওয়া হলো। স্টেপ ২: আবেদনপত্র ওপেন হলে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে আবেদন পত্রটিকে পূরণ করুন। এবং সবশেষে সাবমিট করে আবেদন পত্রটিকে জমা দিন। 

গুরুত্বপূর্ণ তারিখ

এই পদের জন্য আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এখন ২৮ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।

Official NotificationClick Here
Official WebsiteClick Here
Application FormClick Here
Join Our Telegram groupClick Here
Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button