বিমান বন্দরে ফের 496 জন কর্মী নিয়োগ, বেতন 40 হাজার

সম্প্রতি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI) তরফ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতের যেকোনো নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে এই পদের জন্য আবেদন করা যাবে। আবেদন করতে হবে অনলাইনে পদ্ধতিতে। আবেদন করার পূর্বে মোট ভ্যাকেন্সি ডিটেলস, যোগ্যতা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সঠিক ভাবে জেনে নির্ভুল ভাবে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

ভ্যাকেন্সি ডিটেলস – AAI এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত নোটিফিকেশন অনুসারে, জুনিয়র এক্সেকিউটিভ পদে মোট 496 জন যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। যেখানে জেনারেল পদে 199, OBC – 140, EWS – 49, SC – 75, ST – 33 টি শুন্যপদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। 

আবেদন করার যোগ্যতা – যে সমস্ত প্রার্থীর ম্যাথমেটিক্স এবং ফিজিক্স সাবজেক্টে BSc অথবা B.Tech, BE ডিগ্রী রয়েছে, তারা এই পদের জন্য আবেদন করতে পারবে। 30/11/2023 অনুসারে আবেদনকারীর নুন্মতম বয়স ১৮ থেকে সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে। তবে ভারত সরকারের নিয়ম অনুসারে সংরক্ষিত ক্যাটাগরি ছাত্রছাত্রীরা নির্দিষ্ট বয়সের অনুপাতে ছাড় পেয়ে থাকে।

নিয়োগ পদ্ধতি – 1st Stage – Online Application, 2nd Stage – Computer Based অনলাইন এক্সামিনেশন ( application verification / voice test /Psychoactive substance test/ psychological assessment test/ medical test/ background verification).

বেতনের পরিমান – উপরে উল্লেখিত স্টেজগুলো যে সমস্ত ছাত্রছাত্রী অতিক্রম করতে পারবে, তারা জুনিয়র এক্সিকিউটি পদের জন্য যোগ্য বলে বিবেচিত হবে। সেই সমস্ত নির্বাচিত প্রার্থীরা শুরুতেই মাসিক ৪০ হাজার টাকা থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা পর্যন্ত বেতন পাবে।

আবেদন পদ্ধতি – এই পোস্টগুলোর জন্য চাকরি প্রার্থীদের অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। আবেদন পদ্ধতির নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

স্টেপ 1: আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিফিকেশন থেকে যত্ন সহকারে করুন। স্টেপ 2: এরপর অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে ” recruitment/ careers ” সেকশনে যান। স্টেপ 3: এরপর জুনিয়র এক্সেকিউটিভ পোস্ট রিক্রুটমেন্টের অ্যাপ্লাই লিংকে ক্লিক করুন। স্টেপ 4: আবেদনপত্র ওপেন হলে প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে নির্ভুলভাবে আবেদন পত্র ফিলাপ করুন। স্টেপ 5: প্রয়োজনীয় ডকুমেন্টসগুলোকে আপলোড করুন। স্টেপ 6: সবশেষে অ্যাপ্লিকেশন ফি জমা করে আবেদনপত্র জমা দিন। স্টেপ 7: তবে সাবমিট বাটনে ক্লিক করার আগে দুইবার রিচেক করে নিন।

অ্যাপ্লিকেশন ফি – OBC/EWs/GEN ক্যাটাগরি ব্যাতিত অন্যান্য ক্যাটাগরিদের কোন প্রকার অ্যাপ্লিকেশন ফী দিতে হয়। OBC/EWs/GEN ক্যাটাগরির চাকরি প্রার্থীদের অ্যাপ্লিকেশন ফী বাবদ 1000 টাকা করে জমা করতে হবে.

গুরুত্বপূর্ণ তারিখ – বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ – 15/10/2023. আবেদনপত্র জমা নেওয়া শুরু হবে – 01/11/2023. আবেদনপত্র জমা দেওয়ার অঙ্কন তারিখ – 30/11/2023.

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Official Website – Click Here

Official Notification – Click Here

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button