বেসরকারি ব্যাঙ্কে কর্মী নিয়োগ, কারা আবেদন করতে পারবে জেনে নিন

আপনারা যারা চাকরির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করে বসে আছেন, তাদের জন্য সুবর্ণ সুযোগ। বর্তমানে ডিস্ট্রিক্ট কো-অপারেটিভ ব্যাংকের তরফ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি সামনে এলো। নারী-পুরুষ সকলেই এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে। আবেদনে  ইচ্ছুক চাকরিপ্রার্থীরা অনলাইনের মাধ্যমে অক্টোবর মাসের ১০ তারিখের আগে আবেদন করতে পারবে।

ভ্যাকেন্সি ডিটেলস – ডিস্ট্রিক্ট কো-অপারেটিভ ব্যাংকের তরফে প্রকাশিত অফিসিয়াল নোটিফিকেশন অনুসারে, সিনিয়র ম্যানেজার – ১৫, সিনিয়র ম্যানেজার লোন – ১০, ম্যানেজার – ১৫, ম্যানেজার লোন – ১০, ম্যানেজার আইটি ডিপার্টমেন্ট – ১০, ডেপুটি ম্যানেজার – ৩০, ডেপুটি ম্যানেজার লোন – ১০ এবং ডেপুটি ম্যানেজার আইটি ডিপার্টমেন্টে ১৫ জন কর্মচারীকে নিয়োগ করা হচ্ছে।

আবেদন করার যোগ্যতা – সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৪৫ বছর বয়সের মধ্যে যে সমস্ত চাকরিপ্রার্থীদের ভারত সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম গ্রাজুয়েশন ডিগ্রি রয়েছে, তারা এই পদের জন্য আবেদন করার যোগ্য।

আবেদন পদ্ধতি – প্রার্থীদের অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি নিচে স্টেপ টু স্টেপ আলোচনা করা হলো।

Step 1: আবেদন করার জন্য প্রার্থীদের প্রথমেই কো-অপারেটিভ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটির ডিরেক্ট লিংক এই নিবন্ধের নিচে প্রদান করা হলো। Step 2: অফিসিয়াল ওয়েবসাইটের হোমপেজ প্রবেশ করার পর আপনাকে আপনার বৈধ মোবাইল নাম্বার এবং ইমেইল এড্রেস এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। Step 3: রেজিস্ট্রেশন সফল ভাবে হয়ে গেলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগইন করুন। Step 4: এবার আপনি আবেদন লিংকে ক্লিক করে, অ্যাপ্লিকেশন ফর্মটিকে ওপেন করুন। Step 5: প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে আবেদন পত্র পূরণ করুন। দেখবেন যাতে দেওয়া তথ্য ভুল না হয়। সে ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি বাতিল হয়ে যাবে। Step 6: এরপর আপনি আপনার সিগনেচার এবং ফটো আপলোড করুন। Step 7: সবশেষে অ্যাপ্লিকেশন ফি জমা করে সাবমিট বাটনে ক্লিক করুন।

গুরুত্বপূর্ণ তারিখ – এই পদের জন্য আবেদন করার শেষ তারিখ ১০/১০/২০২৩. এরপরে আবেদন করা হলে, তা আর গ্রহণযোগ্য হবে না।

Official Website – Click Here

Official Notification – Click Here

Apply Online

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button