বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউয়ের মাধ্যমে একাধিক নন টিচিং পদে চাকরির সুযোগ, বিস্তারিত জানুন 

সম্প্রতি রাজ্যের বিশ্ববিদ্যালয়ে একাধিক নন টিচিং শূন্য পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা থেকে নারী-পুরুষ নির্বিশেষে  এই পদের জন্য আবেদন করতে পারবে। সবমিলিয়ে আট ধরনের শূন্য পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে। আপনি যদি এই পদের জন্য আবেদন করতে চান, সেক্ষেত্রে এই নিবন্ধটিকে যত্ন সহকারে অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর কথা না বাড়িয়ে চলুন এই রিক্রুটমেন্ট সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ভ্যাকান্সি ডিটেলস

সব মিলিয়ে ৮ ধরনের পদে এই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে চলেছে। ডেপুটি রেজিস্টার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার, ট্রেনিং এন্ড প্লেসমেন্ট অফিসার, ডেপুটি প্লেসমেন্ট অফিসার, এক্সিকিউটিভ ডিরেক্টর সেন্টার ফর ইকুবেসন, কনসালটেন্সি এন্ড এন্টারপ্রেনিয়রশিপ, কম্পিউটার প্রোগ্রামার এবং অফিস অ্যাসিস্ট্যান্ট পদে খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। বর্তমানে প্রত্যেকটি পদের জন্য 1 টি করে শূন্যপদ নির্ধারিত হয়েছে।

আবেদন করার যোগ্যতা

এই পদে চাকরি করার জন্য কোন ধরনের অভিজ্ঞতা দরকার পড়ে না। বয়স এবং এডুকেশন কোয়ালিফিকেশন ঠিকঠাক থাকলেই আবেদন করা যাবে। তবে প্রত্যেকটি পদের ক্ষেত্রে আবেদন করার শিক্ষাগত যোগ্যতা ও বয়স সম্পূর্ণ আলাদা আলাদা। বিস্তারিত জানার জন্য অফিসিয়াল নোটিফিকেশনটিকে অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

নিয়োগ প্রক্রিয়া

অফিসিয়াল নোটিফিকেশন অনুসারে কেবলমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের যাচাই করা হবে।

আবেদন প্রক্রিয়া

এই পদের ক্ষেত্রে প্রার্থীদের অনলাইন পদ্ধতিতে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নিচে আবেদন পদ্ধতি স্টেপ টু স্টেপ আলোচনা করা হলো। স্টেপ 1: প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বৈধ মোবাইল নাম্বার অথবা ইমেইল এড্রেসের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। স্টেপ 2: এরপর আবেদন পত্রটি ওপেন হলে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে আবেদন পত্রটিকে পূরণ করুন। স্টেপ 3: সঠিকভাবে আবেদনপত্র পূরণ করা হয়ে গেলে, আবেদনপত্র আপনার সিগনেচার এবং ফটোকপি আপলোড করতে হবে। স্টেপ 4: এরপর আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট বের করুন। এবং নিচে দেওয়া অফিশিয়াল এড্রেসে নির্দিষ্ট সময়ের পূর্বে পাঠান।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

The Register, St. Xavier’s University, Kolkata Premises No. IIIB – 1, Action Area IIB P.S. Techno City, Kolkata 700 160

গুরুত্বপূর্ণ তারিখ

প্রার্থীদের সেপ্টেম্বর মাসের ২৪ তারিখ বিকেল 5 টার আগে (২৪-০৯-২০২৩) এর আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এবং আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ২৭-০৯-২০২৩। 

অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড লিংক, আবেদন লিংক, অফিসিয়াল ওয়েবসাইট লিংক ও অন্যান্য লিংক পাওয়ার জন্য আপনারা আমাদের Telegram channel যুক্ত হন। এই গ্রুপ থেকে আপনি রেগুলার বেসে চাকরি ও স্কলারশিপের খবর পাবেন। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button