কলকাতা পুলিশ SI অনলাইন আবেদনের তারিখ বাতিল, কবে থেকে শুরু হবে?

কলকাতা পুলিশ SI অনলাইন আবেদনের তারিখ বাতিল, কবে থেকে শুরু হবে?

কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর পদে আবেদনের করার কথা ভাবছেন? তাহলে আপনার জন্যও দুঃসংবাদ। কলকাতা পুলিশ তার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে, ২৮ শে আগস্ট একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যে বিজ্ঞপ্তির মাধ্যমে কলকাতা পুলিশ সাব-ইন্সপেক্টর পদের আবেদন তারিখ পোস্টপন্ডের খবর জানানো হয়েছে।

পূর্বে প্রকাশ করা অফিশিয়াল নোটিফিকেশন অনুসারে, ২৯ আগস্ট অর্থাৎ মঙ্গলবার থেকে কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর পদের আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। সম্প্রতি প্রকাশিত নোটিফিকেশন এর মাধ্যমে, আবেদনের সময় পোস্টপন্ড করে ১লা সেপ্টেম্বর ২০২৩ করা হল।

আবেদন করার যোগ্যতা

২০ থেকে ২৭ বছর বয়সী প্রার্থী যাদের ন্যূনতম গ্রাজুয়েট ডিগ্রি রয়েছে তারা এই পদের জন্য আবেদনযোগ্য।

গুর্রুত্বপূর্ণ তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ25শে আগস্ট 2023
আবেদন শুরুর তারিখ29শে আগস্ট 2023(Postponed)
নতুন আবেদন শুরুর তারিখ1লা সেপ্টেম্বর 2023(New Date)

নিয়োগ প্রক্রিয়া 

প্রার্থীদের পাঁচটি ধাপ অতিক্রম করে এই চাকরি পেতে হয়। প্রথমত প্রিলিমিনারি পরীক্ষা, দ্বিতীয়তঃ  ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তৃতীয়ত : ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট, চতুর্থ: মেইন লিখিত পরীক্ষা, এবং অবশেষে ইন্টারভিউ।

আবেদন পদ্ধতি 

প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন পদ্ধতিতে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে প্রার্থীরা চাইলে prb.wb.gov.in এ ক্লিক করে সরাসরি প্রবেশ করতে পারেন। চলুন এই আবেদন পদ্ধতি স্টেপ টু স্টেপ জেনে নেওয়া যাক।

স্টেপ 1: আবেদন করার জন্য প্রার্থীদের প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইট https://wbpolice.gov.in অথবা https://prb.wb.gov.in এ প্রবেশ করতে হবে। স্টেপ 2: হোম পেজে প্রবেশ করার পর কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর অনলাইন আবেদন এই লিংকে ক্লিক করুন। স্টেপ 3: অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হলে, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট দিয়ে যথাযথভাবে অ্যাপ্লিকেশন ফর্মটিকে পূরণ করুন। স্টেপ 4: অ্যাপ্লিকেশন ফর্মটি পুরনো হয়ে গেলে, সিগনেচার এবং ফটোগ্রাফ আপলোড করুন। এবং সবশেষে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফি জমা দিন।

আবেদন ফী

ST, ST, ও মহিলা প্রার্থী ব্যাতিত সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেটদের ১১০ টাকা করে আবেদন ফী জমা করতে হবে। st, st, ও মহিলা প্রার্থীদের কোন প্রকার আবেদন ফি জমা করতে হবে না।

Official WebsiteClick Here
Notification LinkClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button