রাজ্য বন দপ্তরেও এবার সিভিক ভলেন্টিয়ার নিয়োগ, শুন্যপদ ১০০০

রাজ্য বন দপ্তরেও এবার সিভিক ভলেন্টিয়ার নিয়োগ, শুন্যপদ ১০০০

এবারে বনদপ্তরেও সিভিক ভলেন্টিয়ার নিয়োগ। রাজ্য সরকারের তরফ থেকে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে যে “Forest Volunteer” নিয়োগ করা হবে “Civic Volunteer” এর সাথে সামঞ্জস্য রেখে। কারা কারা আবেদন করতে পারবে? সম্পূর্ণ জানতে হলে নিচের প্রতিবেদনটি পরে দেখুন।

আগেই মন্ত্রী সভাতে জঙ্গলে সিভিক ভলিন্টিয়ার মতো ফরেস্ট ভলিনটিয়ার রাখার কথা তুলে ধরা হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সামনে। এই মুহূর্তে মাননীয়া মুখ্যমন্ত্রী এই উদ্যোগে সবুজ সিগনাল দিয়েছে। রাজ্য সরকারের এই উদ্যোগের আসল উদ্দেশ্য হলো মানুষ ও জঙ্গলের পশু প্রাণীদের মধ্যে সংঘাত বন্ধ করা।

গত ১৭ নভেম্বর ২০২৩ এ,ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে,যেখানে বলা হয়েছে “যেসব ফ্যামিলিতে কেউ বন্য পশু দ্বারা নিহত হয়েছে,তাদের প্রত্যেক ফ্যামিলির অন্তত এক জনকে এই চাকরির জন্য ভবিষ্যতে নিয়োগ করা হবে।

পশ্চিমবঙ্গ রাজ্য বন প্রতিমন্ত্রী একটি সাক্ষাৎকার জানিয়েছেন, “জঙ্গলকে এসব বনের আশেপাশে থাকা গ্রামের লোক গুলোর থেকে কেউ বেশি ভালোভাবে চিনতে পারবে না। আর যেহেতু এই উদ্যোগের আসল উদ্দেশ্য হলো পশু ও মানুষের মধ্যে সংঘাত বন্ধ করা। সরকারের এই সিদ্ধান্তে জঙ্গল লাগুয়া বহু মানুষের সুবিধা হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে যা পশুর হামলায় যে সমস্ত মানুষের মৃত্যু হয়েছে, নতুন করে বেঁচে থাকার আশ্বাস পাবে।”

ভ্যাকেন্সি ও বেতন – আপাতত বাংলার সব থেকে বড় “News Portal Ei Samay” এর তরফ থেকে জানা যাচ্ছে যে বেতন হতে চলেছে ১২ হাজার টাকা ও ১০০০ পদে নিয়োগ হতে চলেছে “Forest Volunteer”। এই খবর পেয়ে জঙ্গল এর আশেপাশের গ্রামের মানুষেরা খুবই আনন্দ পেয়েছেন। আপাতত এটুকুই জানা গিয়েছে।

আবেদন করার যোগ্যতা – এখনও পর্যন্ত এটাই জানা গিয়েছে যে “ নতুন চাকরি প্রার্থী কেউ আবেদন করতে পারবে না। এই চাকরি জন্য, শুধুমাত্র যেসব ফ্যামিলির কেউ বনের পশু হামলায় মারা গিয়েছেন, তাদের ফ্যামিলির কোনো একজন এই চাকরি পেতে পারেন”। আগামীতে চাকরি সম্পর্কে আরো আপডেট পাওয়ার জন্য আমাদের website এ চোখ রাখুন।

Official Notice – https://www.westbengalforest.gov.in/

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button