ফের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, শুন্যপদ 69,706+, আবেদন চলছে

গতকাল বিহার পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে একটি বিশাল শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, ক্লাস 6 থেকে 12 পর্যন্ত 69,706+ শূন্য পদে যোগ্য চাকরি প্রার্থী নিয়োগের জন্য এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এর আগেও বিহারে ১ লক্ষ ৭০ হাজার শিক্ষক নিয়োগ করা হয়েছিল। বর্তমানে ফের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো।

ভারতীয় নাগরিকরাই এই পদের জন্য আবেদন করতে পারবে। সুতরাং পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থী আবেদন করতে পারবে। ইচ্ছুক চাকরিপ্রার্থী যারা বিহারে শিক্ষকতার কাজ করতে চাইছেন, তাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তবে আবেদন করার পূর্বে এই রিক্রুটমেন্টে মোট ভ্যাকান্সি ডিটেল, যোগ্যতা, নিয়োগ পদ্ধতি, রেজিস্ট্রেশন কবে থেকে শুরু, আবেদন পদ্ধতি জেনে নিয়ে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

ভ্যাকান্সি ডিটেলস – বিহার পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে প্রকাশিত নোটিফিকেশন অনুসারে, 69,706+ জন যোগ্য চাকরিপ্রার্থীকে নিয়োগ করা হবে।

মিডল ক্লাস স্কুল 6 থেকে 12 এর জন্য – 31,932, TGT teacher class 9 to 10 – 18,877, TGT teacher class 9 to 10(Special) – 270, PGT teacher class 11 to 12 – 18,577.

আবেদন করার যোগ্যতা

মিডল ক্লাস স্কুল 6 থেকে 12 এর জন্য – 50% নম্বর সহ গ্রাজুয়েশন এবং B.Ed ডিগ্রি লাগবে। OR 50% নম্বর সহ গ্রাজুয়েশন এবং B. Sc Ed এবং BA B.Ed লাগবে। OR CTET Paper II পাস থাকতে হবে। OR যেকোনো সাবজেক্টের উপর গ্রাজুয়েশন সহ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন (DELED অথবা আপনি যে নামে জানেন) থাকতে হবে।

TGT Teacher Class 9 to 10 – রিলেটেড সাবজেক্টে নূন্যতম 50% নম্বর সহ গ্রাজুয়েশন এবং B.Ed ডিগ্রি লাগবে। OR নূন্যতম 45% নম্বর সহ গ্রাজুয়েশন (as per 2002 norms) + B.Ed ডিগ্রি. OR 4 বছরের B. Sc Ed এবং BAEd ডিগ্রী থাকতে হবে। OR STET Paper I পাস থাকতে হবে।

TGT teacher class 9 to 10(Special) – রিলেটেড সাবজেক্টে নূন্যতম 50% নম্বর সহ গ্রাজুয়েশন এবং B.Ed ডিগ্রি লাগবে। OR নূন্যতম 45% নম্বর সহ গ্রাজুয়েশন (as per 2002 norms) + B.Ed ডিগ্রি. OR 4 বছরের B. Sc Ed এবং BAEd ডিগ্রী থাকতে হবে। OR STET Paper I পাস থাকতে হবে।

PGT teacher class 11 to 12 – রিলেটেড সাবজেক্টে নূন্যতম 50% নম্বর সহ মাস্টার ডিগ্রী এবং B.Ed ডিগ্রি লাগবে। OR নূন্যতম 45% নম্বর সহ মাস্টার ডিগ্রী (as per 2002 norms) + B.Ed ডিগ্রি. OR রিলেটেড সাবজেক্টে মাস্টার ডিগ্রী + 4 বছরের B. Sc Ed এবং BAEd ডিগ্রী থাকতে হবে। OR STET Paper IIপাস থাকতে হবে।

এই পোস্টগুলোর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আরো বিস্তারিত ধারণা পাওয়ার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি চেক করুন। 

আবেদনকারীর বয়সের পরিমাণ

আমরা এই নিবন্ধে ক্যাটাগরি অনুসারে আবেদনকারীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়সের সময়সীমা উল্লেখ করলাম। নিচে বয়স সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া রইল। 

Class 6 to 9 – 21 বছর, 9 to 10, 11 to 12 – 21 years, UR Male – 37 years, UR Female – 40 years, EBC – Male and Female/BC – 40, ST/SC – 42.

এছাড়াও বিস্তারিত তথ্য যেমন ক্যাটাগরি অনুসারে বয়সের ছাড়, আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য রাজ্যের  চাকরিপ্রার্থীরা কিরকম ছাড় পাবে, সে সব ব্যাপারে বিস্তারিত জানার জন্য অফিসিয়াল নোটিফিকেশন অনুসরণ করুন। এই নিবন্ধের নিচে অফিসিয়াল নোটিফিকেশন PDF লিংক দিয়ে দেওয়া হলো। 

আবেদন পদ্ধতি – চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করার জন্য একটি সময় দেওয়া হয়েছে। তারপর আবেদন শুরু হবে। আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে সঠিক তথ্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।

অ্যাপ্লিকেশন ফী – OBC/Gen/EWs – 750, Other state – 750, ST/SC/PH – 200, Female – 200,

গুরুত্বপূর্ণ তারিখ – বিজ্ঞপ্তি প্রকাশ 04/11/2023. রেজিস্ট্রেশন শুরু – 05/11/2023. আবেদন শুরু – 10/11/2023. আবেদন শেষ 25/11/2023. অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার শেষ তারিখ – 17/11/2023.

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Official website – Click Here

Official Notification – Click Here

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button