উচ্চ মাধ্যমিক পাশে বাংলার ব্লকে ব্লকে প্যারা লিগ্যাল ভলেন্টিয়ার নিয়োগ, দ্রুত আবেদন করুন।

উচ্চ মাধ্যমিক পাশে বাংলার ব্লকে ব্লকে প্যারা লিগ্যাল ভলেন্টিয়ার নিয়োগ, দ্রুত আবেদন করুন।

আপনি কি বেকার? দীর্ঘদিন ধরে কাজের সন্ধান করে চলেছেন? তাহলে আপনার জন্য রাজ্য সরকারের তরফ থেকে বিশিষ্ট খবর। সম্প্রতি ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির তরফ থেকে রাজ্যের ব্লকে ব্লকে জেলা লেভেলে বেশ কিছু সংখ্যক প্যারা লিগ্যাল ভলেন্টিয়ার (plv)  নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেল। আপনি যদি উচ্চমাধ্যমিক প্রকাশ করে থাকেন, আর এই চাকরি করতে ইচ্ছুক হন, তাহলে এই নিবন্ধটিকে যত্ন সহকারে অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা

অফিসিয়াল নোটিফিকেশন অনুসারে, প্যারা লিগ্যাল ভলেন্টিয়ার (plv) পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এবং আঠারো বছর থেকে যেকোনো বয়সের প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করার যোগ্য।

আবেদন পদ্ধতি

এক্ষেত্রে আবেদনের জন্য অফলাইন পদ্ধতিতে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। স্টেপ 1: এর জন্য আপনাকে প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিতে হবে। স্টেপ 2: এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করুন। স্টেপ 3: আবেদনপথে অবশ্যই আপনার বৈধ মোবাইল নাম্বার এবং ইমেইল এড্রেসটা দিয়ে দেবেন। স্টেপ 4: এরপর আবেদনপত্রের সঙ্গে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেমন, ফটো আইডেন্টিটি প্রুফ, মাধ্যমিকের আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, etc যুক্ত করে একটি খামে ভরে ফেলতে হবে। এবং নিচে দেওয়া এড্রেসে ১২ই সেপ্টেম্বর এর আগে জমা করতে হবে।

আবেদনপত্র পাঠানো ঠিকানা

“The Secretary, District Legal Services Authority, Nadia”. Address: – ADR Centre, District Judges’ Court Compound, Krishnagar, Nadia, Pin-741101

গুরুত্বপূর্ণ তারিখ এবং লিংক

আবেদনপত্র জমা দেওয়ার অন্তিম তারিখ ১২ ই সেপ্টেম্বর। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব আবেদনপত্র জমা দেওয়ার ব্যবস্থা করুন। অফিসিয়াল ওয়েবসাইট – https://nadia.gov.in/, অফিসিয়াল নোটিফিকেশন – https://cdn.s3waas.gov.in/s33c7781a36bcd6cf08c11a970fbe0e2a6/uploads/2023/08/2023082521.pdf.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button